Last Updated: Wednesday, May 8, 2013, 15:57
কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হলফনামা খতিয়ে দেখল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্মিনী কুমারকে রিপোর্ট দেখানোর প্রসঙ্গে সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করে সুপ্রিমকোর্ট বলে,``সিবিআইয়ের প্রভু অনেকেই। মালিকের সুরেই সিবিআই খাঁচার বন্দি তোতার বুলি আওড়ায়।"