Last Updated: Thursday, July 5, 2012, 16:40
ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস। পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাব স্পোর্টিং লিসবনের `বি` দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সুনীল ছেত্রী। রোনাল্ডো, নানিদের ক্লাব স্পোর্টিং লিসবনের ভাইস প্রেসিডেন্ট সুনীলের হাতে ক্লাবের জার্সি তুলে দেন। আপ্লুত সুনীল জানান, এই সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর তিনি।