Last Updated: Thursday, October 18, 2012, 17:55
ফেডারেশন কাপের পর আই লিগের প্রথম দুটো ম্যাচে মোহনবাগানের খারাপ ফলের পর সুব্রত ভট্টাচার্যকে ফিরিয়ে আনার জন্য তাঁবু থেকে যুবভারতী সর্বত্র বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। চুনী গোস্বামীও সুব্রতর হয়ে সওয়াল করেছিলেন। মোহনবাগানের খারাপ সময়ে পালতোলা নৌকার হাল ধরার জন্য সুব্রতর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে, এমন খবর ছিল ময়দান জুড়ে।