Last Updated: Wednesday, February 13, 2013, 16:30
গার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্ত ইবনে সাউদ এবং তার ভাইপো শেষ সুভানকে পুলিস হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজ ধৃতদের আলিপুর কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়।