সোহা আলি খান - Latest News on সোহা আলি খান| Breaking News in Bengali on 24ghanta.com
মা, বউদির পথে হেঁটে এবার বিকিনিতে সোহা

মা, বউদির পথে হেঁটে এবার বিকিনিতে সোহা

Last Updated: Wednesday, November 13, 2013, 21:17

তখনও বলিউডে বিকিনি পরা ছিল বিপ্লব। ১৯৬৭ সালে অ্যান ইভনিং ইন প্যারিস ছবিতে বিকিনি পর ঝড় তুলেছিলেন শর্মিলা ঠাকুর। চল্লিশ বছর পর সেই পথে হেঁটেই টশন ছবিতে বিকিনি পরেছিলেন বউমা করিনা। এই ছবি থেকেই সইফের সঙ্গে প্রেমপর্বেরও সূচনা। এবার মা আর বউদির পথে হেঁটে বিকিনিতে রুপোলি পর্দায় আসতে চলেছেন সোহা আলি খান।