Last Updated: Tuesday, March 27, 2012, 10:13
যুদ্ধাপরাধীদের বিচার ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার দাবি নিয়ে ৪২তম স্বাধীনতা দিবস পালন করল বাংলাদেশ। প্রতিবছরের মতো এবারও মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানালেন পদ্মাপারের ১৬ কোটি বাঙালি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বাচিকশিল্পী ও সংবাদপাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করেছে বাংলাদেশ সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও দেওয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার।