Last Updated: Saturday, October 1, 2011, 21:29
তালিবান জঙ্গিদের সঙ্গে আর শান্তি আলোচনা চান না হামিদ কারজাই। প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির হত্যাকাণ্ড থেকে "শিক্ষা` নিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট । গত ২০ সেপ্টেম্বর নিজের কাবুলের বাসভবনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন বুরাহনুদ্দিন রব্বানি। ২ তালিবান জঙ্গি তাঁর সঙ্গে বৈঠক করতে এসেছিল। তারাই ওই বিস্ফোরণ ঘটায়। কিছু ধর্মীয় নেতার সঙ্গে আলোচনার সময় আফগান প্রেসিডেন্ট সেই প্রসঙ্গ তোলেন।