Last Updated: Friday, October 25, 2013, 23:48
হিন্দালকোর কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত ফাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিল প্রধানমন্ত্রীর দফতর। সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী দফতরের এক আধিকারিক জানিয়েছেন, "সিবি আই আমাদের কছে বরাত দেওয়ার তথ্য চেয়েছিল। আমরা ফাইল দিয়েছি, তার প্রাপ্তি স্বীকারও করেছে সংস্থা।"