Last Updated: Monday, September 2, 2013, 22:31
জন্মেও উত্সব। মৃত্যুতেও। উত্সবে মোড়া জীবনের প্রতিটি পরত। দুঃখ-কষ্ট বেদনার হাত থেকে মূল্যবান জীবনটাকে রক্ষা করতে উত্সবই সম্বল, পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের কৈলাশ উপজাতির। আলেকজান্ডারের আমল থেকেই হিন্দুকুশের বুকে তাঁরা বাঁচিয়ে রেখেছেন নিজেদের স্বতন্ত্র চিরানন্দ সংস্কৃতি। হিন্দুকুশের দুর্গম প্রেক্ষাপটে কাঠ আর পাথরের ছোট ছোট বাড়ি। ছবির ধূসর ভাবটা বদলে দেন রঙিন অধিবাসীরা।