Last Updated: Friday, July 5, 2013, 11:16
ইশরাত জাহান কাণ্ডে নয়া মোড়। মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলি জানিয়েছেন, মুম্ব্রার ১৯ বছরের মেয়েটি আত্মঘাতী জঙ্গি ছিলেন। সন্ত্রাসবাদীদের সঙ্গে তাঁর রীতিমত যোগাযোগ ছিল বলে হেডলির দাবি।হেডলি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে জানিয়েছেন, ইশরাতের মৃত্যুর পর লস্করের একটা বড় নাশকতার পরিকল্পনা বানচাল হয়ে যায়। সুপ্রিম কোর্টে পেশ করা সিবিআই রিপোর্টে ইশরাতকে ক্লিনচিট দেওয়ার পর খোদ হেডলির মতো 'মাস্টার মাইন্ডের' এই ধরনের মত, নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।