Last Updated: Friday, February 14, 2014, 13:43
আজ কে ভাই প্রেম দিবস। উহুঁ, উহুঁ, বিজ্ঞের মত নাক উঁচু করার কিস্যু নেই। প্রেমের নামে একটা দিনকে যদি উৎসর্গই করা হল, তাতে ছাই আপনার আঁতলামো এতটা আঘাতপ্রাপ্ত হচ্ছে কেন? আরে বাবা প্রেমের একটা বিশেষ দিন থাকা মানে তো বছরের অন্য দিন গুলোতে ভালবাসাকে দূরছাই করা নয়, বরং তার অমোঘ আকর্ষণ কে আরও একবার মনের পশমে চিরদিনের জন্য আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখা। তবে, অনেক হয়েছে জ্ঞান বিতরণ, এই মাগ্যিগণ্ডার বাজারে বিনা পকেট হালকা করে এত কিছু পাওয়া যায় না মশাই। তবে হ্যাঁ, যেহেতু মনে প্রাণে বাঙালি তাই ফিরিতে পরামর্শ দেওয়ার লোভটাও সামলে রাখি কী করে বলুন? তাই ভালবাসা মাখা মিঠে কড়া রোদের দিনে প্রেমের জন্যই না হয় কিছু টিপস দেওয়াই গেল। (এক ঢিলে দুই পাখি মারা আর কী! কিপটে বদনাম ঘোচানো আর প্রাজ্ঞতা প্রমাণের এ অসাধারণ সুযোগ কোন হতাভাগা মিস করে বলুন!)