Last Updated: February 14, 2014 21:53

প্রেমিক এক্কেবারে বঙ্গ ইন্টেলেকচুয়াল। ভ্যালেন্টাইন ডে-এর নাম শুনলেই ভোঁতা নাক কুঁচকে ফেলেন ঝটপট। এসবে তার ঘোর আপত্তি। এদিকে আপনি জন্ম রোম্যাণ্টিক। প্রেম দিবসের প্রতি ভরপুর আস্থা। স্পেশাল দিনে নতুন প্রেমিকাকে নিয়ে আপনার গুচ্ছ প্ল্যান। কিন্তু বলেই উঠতে পারছেন না প্রেমিক প্রবরটিকে। কী করবেন? আমাদের জানান। নীচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
First Published: Friday, February 14, 2014, 21:55