Last Updated: Sunday, November 27, 2011, 22:20
মারা গেলেন উস্তাদ সুলতান খান। তাঁর প্রয়াণের সঙ্গে ভারতীয় মার্গ সঙ্গীতে আরও একটি নক্ষত্রের পতন হল। দীর্ঘ রোগ ভোগের পর আজ বিকেলে মুম্বইয়ে সারেঙ্গি সম্রাটের জীবনাবসান হয়। কাল যোধপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।