Last Updated: Monday, March 12, 2012, 15:20
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেস ধাক্কা খাওয়ার পর দেশে অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা নিয়ে জল্পনা জোরাল হয়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইউপিএ সরকারের নানা জনমুখী প্রকল্পকে সামনে এনে বিরোধী পক্ষের আক্রমণ এবং শরিক দলগুলির চাপের মোকাবিলা করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। এদিন রাষ্ট্রপতির বাজেট বক্তৃতাতেও তার প্রতিফলন দেখা গেল।