Last Updated: Sunday, December 22, 2013, 20:04
থ্রিডি স্যাটেলাইটের হাত ধরেই এবার আরও নির্ভুল হতে চলেছে আবহাওয়ার পূর্বাভাস। থ্রিডি স্যাটেলাইটের থেকে পাওয়া ছবির ওপর নির্ভর করেই দেওয়া হচ্ছে পূর্বাভাস। বায়ুর গতি, ঝড়-বৃষ্টি, মেঘের অবস্থার যাবতীয় খুঁটিনাটি। সবই ধরা পড়ছে এই স্যাটেলাইটে।