Last Updated: December 22, 2013 20:04

থ্রিডি স্যাটেলাইটের হাত ধরেই এবার আরও নির্ভুল হতে চলেছে আবহাওয়ার পূর্বাভাস। থ্রিডি স্যাটেলাইটের থেকে পাওয়া ছবির ওপর নির্ভর করেই দেওয়া হচ্ছে পূর্বাভাস। বায়ুর গতি, ঝড়-বৃষ্টি, মেঘের অবস্থার যাবতীয় খুঁটিনাটি। সবই ধরা পড়ছে এই স্যাটেলাইটে।
তাই গোটা দেশেই বাড়ানো হচ্ছে রাডারের সংখ্যাও। আর এভাবে বদলে যাচ্ছে ১৩৮ বছর আগে তৈরি আলিপুর আবহাওয়া দফতরও।
আবহাওয়া দফতরের কর্তারা বেশ খুশি। বলছেন, এবার আরও অনেক বেশি নির্ভুল তথ্য ও পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। ১৩৮ বছর পুরনো আলিপুর আবহাওয়া দফতরের অফিসেও ধরা পড়ল খুশির আমেজ। প্রত্যেকই বলছেন, এই প্রযুক্তির হাত ধরে অনেকটা আধুনিক হওয়া গেল।
First Published: Sunday, December 22, 2013, 20:04