Last Updated: Thursday, April 26, 2012, 11:22
আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হলেও জেলে যেতে হচ্ছে না পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। এদিন পাকিস্তান সুপ্রিম কোর্ট আদালত অবমাননায় দায়ে দেশের প্রধানমন্ত্রীকে ৩০ সেকেন্ডের `প্রতীকী কারাদণ্ডে` দণ্ডিত করেছে। কিন্তু সেই সঙ্গেই বিচারপতি নাসির-উল-মুল্ক-এর নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আদালতের হাজিরার মাধ্যমে ইতিমধ্যেই সাজার মেয়াদ পূর্ণ করে ফেলেছেন পাক প্রধানমন্ত্রী।