500 crore - Latest News on 500 crore| Breaking News in Bengali on 24ghanta.com
৫০০ কোটির নতুন ইতিহাস লিখল ধুম থ্রি

৫০০ কোটির নতুন ইতিহাস লিখল ধুম থ্রি

Last Updated: Monday, January 6, 2014, 21:33

সব রেকর্ড ভেঙে চুরমার করে এবার নিজের রেকর্ড ভাঙল ধুম থ্রি। পাঁচশো কোটি পেরিয়ে গেল আমির-ক্যাটরিনার ধুম। হিসেব বলছে ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা বিশ্বে ধুম থ্রি-র আয়ের পরিমান ৫০১.৩৫ কোটি। সোমবার যশরাজ ফিল্মসের তরফে ঘোষনা করা হয়েছে।