৫০০ কোটির নতুন ইতিহাস লিখল ধুম থ্রি

৫০০ কোটির নতুন ইতিহাস লিখল ধুম থ্রি

৫০০ কোটির নতুন ইতিহাস লিখল ধুম থ্রি সব রেকর্ড ভেঙে চুরমার করে এবার নিজের রেকর্ড ভাঙল ধুম থ্রি। পাঁচশো কোটি পেরিয়ে গেল আমির-ক্যাটরিনার ধুম। হিসেব বলছে ২০ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা বিশ্বে ধুম থ্রি-র আয়ের পরিমান ৫০১.৩৫ কোটি। সোমবার যশরাজ ফিল্মসের তরফে ঘোষনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ধুম থ্রি ভারত ও বিশ্বের বাজারে ইতিহাস রচনা করেছে। প্রথম ভারতীয় ছবি হিসেবে বিশ্বের বাজারে ৫০০ কোটির ব্যবসা করেছে ধুম থ্রি। ভারতে ধুম থ্রি-র সংগ্রহ ৩৫১.২৯ কোটি, সারা বিশ্বে ১৫০.০৬ কোটি। এখনও জার্মানি, পেরু, রোমানিয়া, জাপান, রাশিয়া ও তুরস্কে মুক্তি পাবে ধুম থ্রি।

আদিত্য চোপড়া প্রযোজিত, বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ধুম সিরিজের তৃতীয় ছবিতে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কৈফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।


First Published: Monday, January 6, 2014, 21:33


comments powered by Disqus