7th standard - Latest News on 7th standard| Breaking News in Bengali on 24ghanta.com
পাঠ্যপুস্তক ছাপবে মধ্যশিক্ষা পর্ষদ, আতান্তরে প্রকাশকরা

পাঠ্যপুস্তক ছাপবে মধ্যশিক্ষা পর্ষদ, আতান্তরে প্রকাশকরা

Last Updated: Tuesday, April 10, 2012, 21:34

আগামী বছর স্কুলগুলির সপ্তম শ্রেণির সব পাঠ্যপুস্তক নিজেরা ছাপানোর উদ্যোগ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর ফলে লোকসানের আশঙ্কা করছে পাঠ্যপুস্তকের প্রকাশক ও বিক্রেতারা। বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা হুমকি দিয়েছে, পর্ষদ ওই পথে এগোলে তারাও বৃহত্তর আন্দোলনে নামবে।