Last Updated: April 10, 2012 21:34

আগামী বছর স্কুলগুলির সপ্তম শ্রেণির সব পাঠ্যপুস্তক নিজেরা ছাপানোর উদ্যোগ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর ফলে লোকসানের আশঙ্কা করছে পাঠ্যপুস্তকের প্রকাশক ও বিক্রেতারা। বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা হুমকি দিয়েছে, পর্ষদ ওই পথে এগোলে তারাও বৃহত্তর আন্দোলনে নামবে।
মধ্যশিক্ষা পর্ষদ এর আগে সিদ্ধান্ত নিয়েছিল, স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক নিজেরাই ছাপাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সে সময় পথে নামে প্রকাশক ও পাঠ্যপুস্তক বিক্রেতাদের সংগঠন বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা। এরপর সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন শ্রমমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তাঁদের বলা হয়, এ বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে ফের এ নিয়ে সরকার আলোটনায় বসবে। কিন্তু এপ্রিল মাস পর্যন্ত সেই আলোচনা হয়নি।
এরই মধ্যে পুস্তক বিক্রেতারা জানতে পেরেছেন, আগামী বছরের সপ্তম শ্রেণির সব পাঠ্যপুস্তক পর্যদ নিজেরাই ছাপাবে। এদিকে এখনও পর্যন্ত সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ কিছু না জানানোয়, ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রকাশক বই ছাপানো শুরু করে দিয়েছেন। ফলে বিপুল ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা তাঁদের। ফলে মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগকে ঘিরে চূড়ান্ত আশঙ্কা ও সংশয়ে রয়েছেন পাঠ্যপুস্তক প্রকাশক ও বিক্রেতারা।
First Published: Tuesday, April 10, 2012, 21:38