A B Bardhan - Latest News on A B Bardhan| Breaking News in Bengali on 24ghanta.com
আঞ্চলিক দলগুলির সঙ্গে জোটে উত্সাহী বামেরা

আঞ্চলিক দলগুলির সঙ্গে জোটে উত্সাহী বামেরা

Last Updated: Tuesday, March 27, 2012, 21:56

লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে বামদলগুলি। মঙ্গলবার পটনায় প্রকাশ্য সমাবেশে আঞ্চলিক দলগুলির কাছে সেই বার্তাই দিতে চাইলেন সিপিআই নেতৃত্ব। সিপিআইয়ের একুশতম পার্টি কংগ্রেস উপলক্ষে আগামিকাল পাটনায় প্রকাশ কারাট সহ সমস্ত বাম দলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় এই বিষয়টিও যে গুরুত্ব পাবে তাও বুঝিয়ে দিতে চাইলেন সিপিআই নেতারা।