Last Updated: March 27, 2012 21:56

লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে বামদলগুলি। মঙ্গলবার পটনায় প্রকাশ্য সমাবেশে আঞ্চলিক দলগুলির কাছে সেই বার্তাই দিতে চাইলেন সিপিআই নেতৃত্ব। সিপিআইয়ের একুশতম পার্টি কংগ্রেস উপলক্ষে আগামিকাল পাটনায় প্রকাশ কারাট সহ সমস্ত বাম দলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় এই বিষয়টিও যে গুরুত্ব পাবে তাও বুঝিয়ে দিতে চাইলেন সিপিআই নেতারা।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বানের ফলে কংগ্রেস ও বিজেপির প্রতি সাধারণ মানুষের অনাস্থা প্রকাশ হয়েছে। সেই সঙ্গেই গুরুত্ব বেড়েছে আঞ্চলিক দলগুলির। মঙ্গলবার পাটনায় দলের প্রকাশ্য সমাবেশে এই আঞ্চলিক দলগুলিকে নিজেদের নীতি স্পষ্ট করার জন্য অনুরোধ করেছেন সিপিআই সাধারণ সম্পাদক এবি বর্ধন।
সেইসঙ্গেই নতুন মঞ্চ গড়ে বামপন্থী দলগুলির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকেও পাশে টানার চেষ্টা করছে বাম নেতৃত্ব। কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আগামী দিনে লড়াই আরও তীব্র করার জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকার কথা বলেছেন বর্ধন।
বুধবার থেকে পাটনায় সিপিআইয়ের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে যোগ দিতে পাটনায় আসছেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপি নেতা অবনী রায় ও ফরোয়ার্ড ব্লক নেতা দেবব্রত বিশ্বাস।
First Published: Tuesday, March 27, 2012, 21:58