Last Updated: Sunday, May 27, 2012, 14:58
অবশেষে রেড কার্পেটে হাঁটলেন অ্যাশ। বৃহস্পতিবার অ্যামফার সিনেমা এগেনস্ট এডস ফেস্টিভ্যালে যাওয়ার পর শুক্রবার প্রথমবার কান ২০১২-র রেড কার্পেটে দেখা গেল বচ্চন বহু কে। প্রথমে আনারকলি পরার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত অ্যাশ পছন্দ করেন তাঁর ফেভারিট ডিজাইনার এলি স্যাবের ধূসর নীল গ্লিটারি ইভনিং গাউন।