Last Updated: August 23, 2012 23:25

সম্প্রতি আম্বানিদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ফ্যাশন শো। ডিজাইনারদ্বয় আবু জানি আর সন্দীপ খোসলা ২৫ বছর ফ্যাশন জগতকে একের পর এক অনবদ্য উপহার দিয়েছেন। আর সেই উপলক্ষেই ছিল এই পার্টি। বলিউডের প্রচুর তারকার ভিড় থাকলেও সবার চোখের মণি হয়ে ছিলেন সারা আলি খান। বলিউডের তারকাদের ভিড়েও চোখে পড়েছে নবাব সইফ আলি খান আর তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিং এর কন্যা সারা।
এই অনুষ্ঠানের মাধ্যমেই ওই ষোড়শী র্যাম্পে প্রথম পা রাখলেন। আবু আর সন্দিপের পোশাকই ছিল সারার পরনে। ইতিমধ্যেই মায়ের মতো `পাঞ্জাবী কুড়ি`-র তকমা পেয়েছেন তিনি। সুন্দরী সারা তাক লাগিয়েছেন র্যাম্পে, প্রশংসাও পেয়েছেন সকলের।
বিখ্যাত এক ম্যাগাজিনের মায়ের সঙ্গে `কভার গার্ল` হয়ে মিডিয়ার সামনে মডেল হয়ে আত্মপ্রকাশ সারা আলি খানের। ওই ছবিতেও আবু জানি আর সন্দীপ খোসলার পোশাকেই দেখা গিয়েছিল তাঁকে। এরপরই পরপর সিনেমার প্রস্তাব আসতে থাকে। তবে মা অমৃতার তত্ত্বাবধানে সিনেমার প্রস্তাব নাকচ করেছেন তিনি। অমৃতার বক্তব্য সারার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কোন ভাবনা চিন্তাই করা হবে না।
তবে সম্প্রতি শোনা গিয়েছিল সারা আলি খান যশ রাজ ফিল্মসের ব্যানারের ছবিতে সিনেমায় আত্মপ্রকাশ করছেন। সে কথা পড়তেই তা একেবারে উড়িয়ে দিয়েছেন অমৃতা। তিনি জানান, ওই প্রোডাকশন হাউসের সাথে কাজ করছেন তিনি নিজে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, সারা এখনও হাই স্কুলে পড়ছেন। তাই এখন এরকম খবর বানিয়ে কোন লাভই নেই। মা অমৃতা আরও বলেন মেয়ের সিনেমায় অভিনয় করা নিয়ে তাঁর কোন আপত্তিই নেই।
`কভার গার্ল` হওয়ার পর বা `র্যাম্পে হাঁটার পর যেভাবে সারা আলি খান সকলের কাছে প্রশংসা পেয়েছেন তাতে কতদিন অমৃতা তাঁর মেয়েকে সিনেমা জগৎ থেকে সরিয়ে রাখতে পারবেন তা সময়ই বলতে পারবে।
পার্টির দিনেই ডিজাইনার আবু জানি আর সন্দীপ খোসলার বইও প্রকাশিত হয়। বইয়ের নাম `ইন্ডিয়া ফ্যান্টাসটিক`।
First Published: Thursday, August 23, 2012, 23:25