Last Updated: Thursday, January 17, 2013, 19:47
ভারতের জনপ্রিয়তম সেই ডিজে তথা `ক্যা্ডবেরি গার্ল` নামে পরিচিত সোফিয়া হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন। স্বল্প পোশাক, বন্ধুত্বপূর্ণ কথা আর মিষ্টি হাসি হেসে ডিজে বলে উঠতেন, হাই দিস ইজ সোফিয়া, অ্যান্ড ইউ আর ওয়াচিং...। এমন একজন অনুষ্ঠান সঞ্চালককে (তখনও দেশ ডিজে শব্দটা সেভাবে জানত না) দেখে চমকে গিয়েছিল গোটা ভারত। তখন সবে দেশ দেখতে শুরু করেছে কেবল টেলিভিশন। সোফিয়া হক মানেই তখন আম ভারতীয়র কাছে মুগ্ধতার প্রতীক।