Adhaar Card - Latest News on Adhaar Card| Breaking News in Bengali on 24ghanta.com
৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড ছাড়াই মিলবে সিলিন্ডারে ভর্তুকী

৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড ছাড়াই মিলবে সিলিন্ডারে ভর্তুকী

Last Updated: Friday, January 31, 2014, 11:24

গতকালই সিলিন্ডারে ভর্তুকী ৯ থেকে ১২ করার কথা ঘোষনা করেছিল কেন্দ্র। এ দিকে ভর্তুকী পেতে প্রয়োজন আধার কার্ড। ৩১ জানুয়ারির মধ্যে হাতে এসে পৌঁছনোর কথা আধার কার্ড। কিন্তু আধার কার্ড সকলের কাছে না পৌঁছনোয় পুরনো পদ্ধতিতেই গ্রাহকরা এলপিজি সিলিন্ডার বুক করতে পারবেন। আধার কার্ড নম্বর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা যাবে।