৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড ছাড়াই মিলবে সিলিন্ডারে ভর্তুকী

৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড ছাড়াই মিলবে সিলিন্ডারে ভর্তুকী

৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড ছাড়াই মিলবে সিলিন্ডারে ভর্তুকীগতকালই সিলিন্ডারে ভর্তুকী ৯ থেকে ১২ করার কথা ঘোষনা করেছিল কেন্দ্র। এ দিকে ভর্তুকী পেতে প্রয়োজন আধার কার্ড। ৩১ জানুয়ারির মধ্যে হাতে এসে পৌঁছনোর কথা আধার কার্ড। কিন্তু আধার কার্ড সকলের কাছে না পৌঁছনোয় পুরনো পদ্ধতিতেই গ্রাহকরা এলপিজি সিলিন্ডার বুক করতে পারবেন। আধার কার্ড নম্বর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা যাবে।

এলপিজি এজেন্সির স্টেট প্রেসিডেন্ট উষা পুনাওয়ালা জানান, আজ থেকে গ্রাহকরা আবার পুরনো পদ্ধতিতেই গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন, ভর্তুকীও পাবেন। যদিও এখনও লিখিত নোটিস জারি করেনি এজেন্সি। ৩১ মার্চ পর্যন্ত পুরনো পদ্ধতিতে মিলবে ভর্তুকী। পুনাওয়ালা বলেন, যেই সমস্ত গ্রাহক এতদিন পর্যন্ত ৯টি সিলিন্ডারে ভর্তুকী পেতেন তারা সকলেই ৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড ছাড়াই মাসে একটি করে সিলিন্ডারে ভর্তুকী পাবেন।


First Published: Friday, January 31, 2014, 11:25


comments powered by Disqus