Last Updated: Tuesday, July 31, 2012, 22:29
আগামিকালই নোটিস জারি করে ভাঙা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে দুবছরের জন্য অ্যাডমিনিষ্ট্রেটর নিয়োগ করা হবে। ফলে আগামী দুবছর পর্ষদে কোনও সভাপতি বা পর্ষদ সদস্য থাকবেন না। সেক্ষেত্রে অ্যডমিনিষ্ট্রেটরই গোটা দায়িত্ব সামলাবেন । তাঁকে সহযোগিতা করবেন পর্ষদের সচিব।