Last Updated: July 31, 2012 22:29

আগামিকালই নোটিস জারি করে ভাঙা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে দুবছরের জন্য অ্যাডমিনিষ্ট্রেটর নিয়োগ করা হবে। ফলে আগামী দুবছর পর্ষদে কোনও সভাপতি বা পর্ষদ সদস্য থাকবেন না। সেক্ষেত্রে অ্যডমিনিষ্ট্রেটরই গোটা দায়িত্ব সামলাবেন । তাঁকে সহযোগিতা করবেন পর্ষদের সচিব।
চলতি বছরের ১০ জুলাই শেষ হয়ে যায় পর্ষদের কার্যকাল। কিন্তু কার্যকাল শেষ হওয়ার আগে সকারের তরফে পুনরায় নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠনের জন্য কোনও নির্দেশিকা জারি করা হয়নি। ফলে ক্রমশই ষ্পষ্ট হয়ে যাচ্ছিল যে সরকার অ্যাডমিনিষ্ট্রেটর বসাতে চাইছে। কিন্তু কি কারণে নির্বাচন না করিয়ে অ্যাডমিনিষ্ট্রেটর বসান হল সে বিষয়ে সরকারের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি।
First Published: Tuesday, July 31, 2012, 22:31