Last Updated: Thursday, July 18, 2013, 09:11
আজ আজ ৯৪-এ পা দিলেন নেলসন ম্যান্ডেলা। আফ্রিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের এই নেতার জন্মদিন পালিত হবে বিশ্বজুড়ে। ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে আজ বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘে। উদ্বেগ আর উচ্ছ্বাস। এই দুটোই এখন ঘিরে রেখেছে দক্ষিণ আফ্রিকাকে। কেমন আছেন মাদিবা? প্রতি মুহূর্তে সেই খবরটুকু পেতে যেমন উদগ্রীব ওরা, তেমনই ওদের আচ্ছন্ন করে রেখেছে আঠোরেই জুলাইয়ের মাদকতা। প্রতিবছর এই দিনটিতেই যে মাদিবাকে আরও নিবিড় করে পান দক্ষিণ আফ্রিকার মানুষ।