Agneepath - Latest News on Agneepath| Breaking News in Bengali on 24ghanta.com
শুদ্ধি থেকে বেরিয়ে গেলেন হৃতিক

শুদ্ধি থেকে বেরিয়ে গেলেন হৃতিক

Last Updated: Monday, February 10, 2014, 21:51

গত বছরের মাঝামাঝি সময় থেকেই শোনা যাচ্ছিল দশ বছর পর আবার শুদ্ধি ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন হৃতিক-করিনা। কিন্তু জানুয়ারি মাসেই করিনা জানিয়েছিলেন তিনি এখনও জানেনই না কবে শুটিং শুরু হবে ছবির, তিনি আদপেও শুদ্ধিতে অভিনয় করবেন কিনা সেই বিষয়েও নিশ্চিত ছিলেন না করিনা। এখন শোনা যাচ্ছে হৃতিকও নাকি অভিনয় করছেন না শুদ্ধিতে।