Last Updated: February 10, 2014 21:51

গত বছরের মাঝামাঝি সময় থেকেই শোনা যাচ্ছিল দশ বছর পর আবার শুদ্ধি ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন হৃতিক-করিনা। কিন্তু জানুয়ারি মাসেই করিনা জানিয়েছিলেন তিনি এখনও জানেনই না কবে শুটিং শুরু হবে ছবির, তিনি আদপেও শুদ্ধিতে অভিনয় করবেন কিনা সেই বিষয়েও নিশ্চিত ছিলেন না করিনা। এখন শোনা যাচ্ছে হৃতিকও নাকি অভিনয় করছেন না শুদ্ধিতে।
হৃতিক-করিনার হ্যাঁ, না-এর জেরে শুদ্ধির ভবিষ্যত্ই এখন অনিশ্চয়তার মুখে। সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রপচারের জেরেই নাকি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন হৃতিক। জানালেন, ""করণ মলহোত্রার সঙ্গে ভবিষ্যতে আরও ভাল কাজ করার পরিকল্পনা রয়েছে। তাই শুদ্ধি দিয়ে নিজেকে আটকে রাখতে চাই না।`` এর আগে করণের সঙ্গে অগ্নিপথ ছবিতে কাজ করেছিলেন হৃতিক। জানালেন, ""ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। জানি শুদ্ধিও খুব ভাল বানাবে ও।``
প্রায় দুবছর ধরে শুদ্ধির পরিকল্পনা করেছেন করণ। ২০ ১ ৫ সালে মুক্তি পাওয়ারও কথা ছিল। তবে হৃতিকের বেরিয়ে যাওয়াতে থেমে থাকবে না শুদ্ধির কাজ।
First Published: Monday, February 10, 2014, 21:51