Last Updated: Tuesday, November 8, 2011, 19:19
সমাজ সচেতনতা প্রচারের লক্ষ্যে সমাজ কর্মী স্বামী অগ্নিবেশ এবার বেছে নিলেন রিয়েলিটি শো `বিগ বস`-এর মঞ্চ। টিম-আন্নার দুর্নীতি বিরোধী অভিযানের বিদ্রোহী নেতা স্বামী অগ্নিবেশ মঙ্গলবার `বিগ বস`-এর লোনাভালার বাড়িতে পা রাখবেন।