Last Updated: Sunday, November 18, 2012, 21:10
সালগাঁওকরের বিরুদ্ধে অসাধারণ জয়ের পর দিনই ট্রফি ঠুকল মোহনবাগান তাঁবুতে। এদিন বিকেলে এয়ারলাইন্স তাঁবুতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় মোহনবাগানের ফুটবলারদের হাতে। এই বছর এয়ারলাইন্স কাপের রৌপ্য জয়ন্তী উপলক্ষ্যে প্রেসিডেন্টস কাপ নামে আরও একটি ট্রফি দেওয়া হল মোহনবাগানকে। ম্যান অব দ্য ম্যাচ ট্রফি দেওয়া হল ওডাফাকে। জয়সূচক গোল করার জন্য ট্রফি দেওয়া হল জুয়েল রাজাকে। তবে এই দুটি ট্রফি ঠিক কেন দেওয়া হল,তা অবশ্য পরিষ্কার নয়।সর্বোচ্চ গোলদাতা হিসেবে ট্রফি পেলেন ভবানীপুরের দীপেন্দু দুয়ারি।