Last Updated: Friday, March 30, 2012, 09:17
কেন্দ্রীয় শ্রম কমিশনের অনুরোধে একদিনের গণছুটিতে গিয়ে প্রতীকি ধর্মঘট পালনের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এলেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। তবে গণছুটিতে যাওয়ার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে গেলেও কলকাতা বিমানবন্দরে-সহ কয়েকটি এয়ারপোর্টে রিলে অনশন কর্মসূচী চালিয়ে যাবে এএআই অফিসার্স অ্যাসোসিয়েশন।