Last Updated: Friday, December 7, 2012, 15:17
বিশ্বের সেক্সিয়েস্ট মহিলার তালিকায় প্রিয়াঙ্কার কাছে হার মেনেও ভক্তকূলের দৌলতে মান বাঁচল ক্যাটরিনার। টানা ৪ বছরের জন্য মোস্ট ডাউনলোডেড সেলিব্রিটি অন মোবাইল ফোনসের তকমা ধরে রাখলেন ক্যাটরিনা। এয়ারটেল মবিটিউড ২০১২-র সমীক্ষায় গত ৩ বছরের মতো এবছরও তাঁর ছবিই নিজেদের ফোনে সবথেকে বেশি বার ডাউনলোড করেছেন ভক্তরা। পুরুষদের মধ্যে এখানেও প্রথম স্থানে রয়েছেন কিং খান। হলিউডে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন কিম কার্দাসিয়ান।