Last Updated: Sunday, March 30, 2014, 09:50
বলিউডে খারাপ পারফরম্যান্সের জন্য আয়োজিত কেলা অ্যাওয়ার্ডস-এবার বড় চমক। এবারের গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে পুরস্কার (বলা ভাল তিরস্কার) জিতলেন আমির খান। গতবারের মত এবারও সবচেয়ে খারাপ অভিনেত্রীর কেলা পুরস্কার পেলেন সোনাক্ষী সিনহা (আর রাজকুমার সিনেমার জন্য)। সবচেয়ে খারাপ অভিনেতার কেলা পুরস্কার পেলেন অজয় দেবগন (হিম্মাতওয়ালা)। গতবারও সন অফ সর্দারের জন্য এই পুরস্কার পেয়েছিলেন অজয়।