Last Updated: March 30, 2014 09:50

গোল্ডেন কেলায় তিরস্কারের পুরস্কার পেলেন আমির, সোনাক্ষী, দীপিকা
বলিউডে খারাপ পারফরম্যান্সের জন্য আয়োজিত কেলা অ্যাওয়ার্ডস-এবার বড় চমক। এবারের গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে পুরস্কার (বলা ভাল তিরস্কার) জিতলেন আমির খান। গতবারের মত এবারও সবচেয়ে খারাপ অভিনেত্রীর কেলা পুরস্কার পেলেন সোনাক্ষী সিনহা (আর রাজকুমার সিনেমার জন্য)। সবচেয়ে খারাপ অভিনেতার কেলা পুরস্কার পেলেন অজয় দেবগন (হিম্মাতওয়ালা)। গতবারও সন অফ সর্দারের জন্য এই পুরস্কার পেয়েছিলেন অজয়।
`রামলীলা` সিনেমা বক্স অফিসে দুরন্ত ফল করলেও কেলা অ্যাওয়ার্ডসে সবচেয়ে খারাপ পরিচালকের শিরোপা পেলেন সঞ্জয় লীলা বানশালী (রামলীলার জন্য)।
বছরের সবচেয়ে খারাপ গানের জন্য কেলা অ্যাওয়ার্ডস দেওয়া হল পার্টি অল নাইট গানটিকে (বস সিনেমায় ব্যবহূত)।
ধুম থ্রিতে খারাপ অভিনয়ের জন্য বাবরা হো গেয়া কেয়া (The Baawra Ho Gaya Hai Ke)-কেলা পুরস্কার পেলেন আমির খান।
সহ অভিনেত্রী হিসাবে হতাশ করায় কেলা পেলেন আমিশা প্যাচেল, জ্যাকলিন ফার্নান্ডেজ,দীপিকা পাড়ুকোন (রেস টু)।
আর নেওয়া যায় না (দিস ইজ টু মাচ)-বিভাগের কেলা পুরস্কার পেলেন বিবেক ওবেরয়। অনেক হয়েছে (বস বহত হো গ্যায়া)-কেলা পেলেন সানি দেওল।
২০১৪-র সারা বছর ধরে সবাইকে হতাশ করলেন যাঁরা, তাঁদেরই পুরস্কৃত করা হয় গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে।
তবে কেলা অ্যাওয়ার্ডের ঠিক উল্টো প্রশংসার অ্যান্টি কেলা জিতল `সাহেব বিবি গ্যাংস্টার`, `গো গোয়া গন`, `লাঞ্চবক্স`।
স্বাভাবিকভাবেই তিরস্কারের পুরস্কার অনুষ্ঠানে হাজির ছিলেন না কোনও বলিউড তারকাই। ব্যতিক্রম একমাত্র পরিচালক অভিষেক শর্মা, `তেরে বিন লাদেন` সিনেমার পরিচালক।
সারা বছর ধরে সবাইকের হতাশ করেন যাঁরা, তাঁদেরই পুরস্কৃত করা হয় বার্ষিক গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস।

ছবিতে একনজরে এবারের কেলা অ্যাওয়ার্ডস
First Published: Sunday, March 30, 2014, 09:52