Last Updated: Wednesday, November 21, 2012, 21:05
ফাঁসি হয়েছে কসাভের, আজ সাতসকালে এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দেশে। ফাঁসির গোটা প্রক্রিয়াটাই মুড়ে ফেলা হয়েছিল চূড়ান্ত গোপনতায়। মুম্বই থেকে পুনের জেলে নিয়ে যাওয়া, ফাঁসির দিনক্ষণ, এসব খবর জানা ছিল পুলিস ও প্রশাসনের হাতে গোনা কয়েকজনের। সি-৭০৭৬। ফাঁসির নথিপত্র থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো প্রাণভিক্ষার আর্জি, সবেতেই এই নম্বরই ছিল কসাভের পরিচয়।