Last Updated: November 22, 2012 15:43

কসাভের ফাঁসির জেরে এবার সরাসরি ভারতে হামলার হুমকি দিল পাকিস্তানের তালিবান জঙ্গিরা। আজমল কসাভের ফাঁসির বদলা নিতে ভারতের যেকোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার হুমকি দিল তারা। পাশাপাশি পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের অপহরণের হুমকিও দেওয়া হয়েছে।
আজ গোপন এক ঘাঁটি থেকে ফোনে পাক তালিবানের মুখপাত্র এহশানউল্লাহ এহশান জানান, কাসাভের মরদেহ হস্তান্তর না করা হলে ভবিষ্যতে ভারতীয়দের অপহরণ করে খুন করবে তালিবানীরা। সেক্ষেত্রে নিহত ভারতীয়দের মৃতদেহ ফেরত দেওয়া হবে না বলেই হুমকি দিয়েছেন এহশানউল্লাহ এহসান।
First Published: Thursday, November 22, 2012, 15:43