Al Jazeera - Latest News on Al Jazeera| Breaking News in Bengali on 24ghanta.com
আল জজিরার দফতরে পুলিস

আল জজিরার দফতরে পুলিস

Last Updated: Saturday, October 1, 2011, 10:47

সংবাদ চ্যানেল আল জাজিরার কায়রোর দফতরে ফের পুলিসি অভিযান হল বৃহস্পতিবার। লাইসেন্স ছাড়াই আজ জাজিরা কাজ চালাচ্ছে বলে অভিযোগ করে এ মাসে দ্বিতীয় বার অভিযান চালিয়ে মিশরের পুলিস বেশ কিছু যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার পাশাপাশি আল জাজিরার এক সংবাদকর্মীকেও গ্রেফতার করেছে মিশরের পুলিশ।