Last Updated: Friday, September 30, 2011, 20:33
ইয়েমেনের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে নারাজ আলি আব্দুল্লা সালে। তাঁর বিরোধীদের যদি ভোটে লড়ার অনুমতি দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন সালে । চিকিত্সার জন্য তিন সপ্তাহ বিদেশে কাটিয়ে গত সপ্তাহেই ইয়েমেনে ফিরেছেন প্রেসিডেন্ট সালে। তাঁর অপসারণের দাবিতে উত্তাল গোটা দেশ। বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ প্রদর্শন। সেনাবাহিনীর প্রথম সারির কর্তারা যোগ দিচ্ছেন বিদ্রোহী শিবিরে।