Last Updated: Wednesday, April 9, 2014, 20:05
বলিউডে বেশ কয়েক বছর কাজ করেও পর্দায় বিকিনি পরা আর চুমু খাওয়া নিয়ে দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেন না অধিকাংশ অভিনেত্রী। তাঁদের সকলের থেকেই বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছেন আলিয়া ভট। প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ারে বিকিনি পরে ফেলেছেন। তৃতীয় ছবি টু স্টেটসে চুমুও খেয়েছেন। তবে নগ্নতায় কড়া না রয়েছে আলিয়ার।