Last Updated: Monday, April 16, 2012, 10:30
আফগানিস্তানের কাবুলে জঙ্গি-নিরাপত্তাবাহিনী গুলির লড়াই শেষ হল। টানা ১৮ ঘণ্টা ধরে গুলির লড়াই। কাবুল পুলিসের তরফে জানানো হয়েছে, সব জঙ্গিরই মৃত্যু হয়েছে। আফগান-সংসদের থেকে যে জঙ্গি গুলির লড়াই চালিয়ে যাচ্ছিল, নিহত হয়েছে সেও।