Last Updated: Sunday, August 19, 2012, 21:01
বলিউডে এখন একঝাঁক মতুন মুখের ভিড়। নতুন প্রজন্মের একদল তরতাজা মুখের সঙ্গেই বলিউডের এক নম্বর আসনের দৌড়ে নেমে পড়েছেন তারকা পুত্র-কন্যারাও। দীপিকা পাডুকোন, সোনম কাপুর, শ্রুতি হাসান, সোনাক্ষি সিন্হা, নর্মদার পর এবার নবতম সংযোজন সইফ কন্যা সারা আলি খান!