Last Updated: Monday, June 30, 2014, 23:12
ব্রিটিশ এয়ারওয়েজ হারিয়ে ফেলেছে তাঁর বহুমূল্য সরোদ। দেশে ফেরার ৪৮ ঘণ্টা পরেও উস্তাদ আমজাদ আলি খানের প্রিয় সরোদ তাঁর হাতে তুলে দিতে পারল না ব্রিটিশ বিমান সংস্থা। একটি সংবাদ চ্যানেলকে আমজাদ আলি খান জানিয়েছেন, "আমি আমার সরোদ ফেরত চাই। কোনও ক্ষতিপূরণ নয়।"