Anil Kumar Gupta - Latest News on Anil Kumar Gupta| Breaking News in Bengali on 24ghanta.com
বদায়ুঁ গণধর্ষণের জেরে সরানো হল উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিবকে, বিক্ষোভের মাঝেই গণধর্ষণ করে খুন বেরিলিতে

বদায়ুঁ গণধর্ষণের জেরে সরানো হল উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিবকে, বিক্ষোভের মাঝেই গণধর্ষণ করে খুন বেরিলিতে

Last Updated: Monday, June 2, 2014, 23:24

বদায়ুঁ গণ-ধর্ষণ কাণ্ডের জেরে সরানো হল উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব অনিল কুমার গুপ্তকে। সোমবার গণ ধর্ষণের জেরে লক্ষ্মৌতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তারপরই সরানো হয় অনিল কুমার গুপ্তকে। এরমধ্যেই আজ বেরিলিতে গণধর্ষণ করে খুন করা হয়েছে ২২ বছরের এক মহিলাকে।