Last Updated: Monday, June 2, 2014, 23:24
বদায়ুঁ গণ-ধর্ষণ কাণ্ডের জেরে সরানো হল উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব অনিল কুমার গুপ্তকে। সোমবার গণ ধর্ষণের জেরে লক্ষ্মৌতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তারপরই সরানো হয় অনিল কুমার গুপ্তকে। এরমধ্যেই আজ বেরিলিতে গণধর্ষণ করে খুন করা হয়েছে ২২ বছরের এক মহিলাকে।