বদায়ুঁ গণধর্ষণের জেরে সরানো হল উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিবকে, বিক্ষোভের মাঝেই গণধর্ষণ করে খুন বেরি

বদায়ুঁ গণধর্ষণের জেরে সরানো হল উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিবকে, বিক্ষোভের মাঝেই গণধর্ষণ করে খুন বেরিলিতে

বদায়ুঁ গণধর্ষণের জেরে সরানো হল উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিবকে, বিক্ষোভের মাঝেই গণধর্ষণ করে খুন বেরিলিতে বদায়ুঁ গণ-ধর্ষণ কাণ্ডের জেরে সরানো হল উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব অনিল কুমার গুপ্তকে। সোমবার গণ ধর্ষণের জেরে লক্ষ্মৌতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তারপরই সরানো হয় অনিল কুমার গুপ্তকে। এরমধ্যেই আজ বেরিলিতে গণধর্ষণ করে খুন করা হয়েছে ২২ বছরের এক মহিলাকে।

এ দিন মুখ্যমন্ত্রীর দফতরের সামনে বিক্ষোভরত বিজেপি কর্মীদের আটকাতে জলকামান ব্যবহার করে পুলিস। উত্তর প্রদেশে ক্রমাগত ধর্ষণের জেরে সমালোচনার মুখে সমাজবাদী পার্টি। যদিও উত্তর প্রদেশ পুলিস জানিয়েছে ধর্ষিতা তফশিলী জাতি অন্তর্ভূক্ত নন। ধর্ষিতা দুই বোন শাক্য জাতির অন্তর্গত যাঁরা পিছিয়ে পড়া গোষ্ঠীভূক্ত। ঘটনায় নিন্দা করেছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী।

মানেকা গান্ধী বলেন, বিভিন্ন জেলায় রেপ ক্রাইসিস সেন্টার তৈরি করা হবে। যেখান থেকে চিকিত্‍সা সংক্রান্ত, অইনি বিষয়ক ও নিরাপত্তার সবরকম সুবিধা পাবেন মহিলারা। এইসব কেন্দ্রের জন্য ৫০০ কোটি টাকার অনুদান দেওয়া হবে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে তাঁর দফতর একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন মানেকা।

First Published: Monday, June 2, 2014, 23:24


comments powered by Disqus