Last Updated: Friday, December 13, 2013, 20:51
ফিসফাস শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। কিন্তু প্রকাশ্যে স্বীকার করছিল না কোনও পক্ষই। সব জল্পনার অবসান ঘটিয়ে সুসানের সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা এবার স্বীকার করেনিলেন বলিউড মেগাস্টার হৃতিক রোশন। কৃশ থ্রি চোখ ধাঁধানো সাফল্যের পর টিনসেল টাউনের এই ড্যাশিং জুড়ি তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করে দিলেন।